ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রেমিকার সাথে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ৬ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পছন্দ করা প্রেমিকার সাথে বিয়েতে পরিবার সম্মতি না দেয়ায় ফাঁসিতে ঝুলে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

শনিবার (৫ জুন) রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। সে ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন আশরাফুল ইসলাম। বাড়িতে এসে তার পছন্দ করা একটি মেয়ের কথা জানান বাবাকে। বিয়ে করলে এই মেয়েকেই করবে বলে জানান। তবে এ বিয়েতে বাবা সম্মতি না দেওয়ায় রাগ করে নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। 

রাতে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় জানালার ছিদ্র দিয়ে আশরাফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি