ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ৬ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ১১টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং ৪টি ওয়াটার পাম্পও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। 

মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা মোঃ নাছির (২৩) ছাড়াও অন্য আটককৃতরা হলো-  সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মোঃ কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), রুহুল আমিন চৌধুরী (২৯)। 

পুলিশ জানিয়েছে, সম্প্রতি চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারকে কেন্দ্র করে এই চোরচক্রকে গ্রেফতার সম্ভব হয়েছে। ওই ঘটনায় আটককৃত ব্যক্তির স্বীকারোক্তিতে সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৯ জনকে আটক করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি