নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ
প্রকাশিত : ১৮:৩৪, ৬ জুন ২০২১ | আপডেট: ১৮:৫৩, ৬ জুন ২০২১
নওগাঁর আত্রাইয়ে বুকের সন্তানকে রেখে যুথী প্রামানিক(২৪) নামে এক গৃহবধু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে। মৃত যুথী ওই গ্রামের সঞ্জয় চন্দ্র প্রামানিকের স্ত্রী। তবে যুথীর পিতার অভিযোগ মোটার অংকের যৌতুক দেওয়ার পরও যুথীর স্বামী ও তার পরিবারের সদস্য নানা অযুহাতে তাকে শারিরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। আর এই নির্যাতন সহ্য করতে না পেরেই যুথী বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই ঘটনায় যুথীর পিতা নয়ন চন্দ্র প্রামানিক থানায় লিখিত অভিযোগ করেছেন।
গ্রামের একাধিক সূত্রে জানা গেছে গত দুই বছর আগে একই উপজেলার তিলাবদুরী গ্রামের নয়ন কুমার প্রামানিক চার লাখ টাকা যৌতুক দিয়ে যুথীকে জামগ্রাম গ্রামের সুদেব চন্দ্র প্রামানিকের ছেলে সঞ্জয় প্রামানিক(২৮) এর সাথে বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রী সুন্দর না, সাংসারিক কাজকর্ম তেমন করতে পারেনা নানা অভিযোগ আর অযুহাতে স্বামী, শ্বশুর ও শাশুরী যুথিকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। গত এক বছর আগে তাদের ছেলে সন্তান হয়। অনেকের ধারনা ছিলো ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো এবার যুথীর কপালে শান্তি নেমে আসবে। কিন্তু সন্তান হওয়ার পর থেকে নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি পায়। এনিয়ে গ্রামে কয়েকদফা বৈঠকও অনুষ্ঠিত হলেও ওইসব বৈঠকে যুথীর স্বামী ও তার পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য হানিফ আলী বলেন, মেয়ে পক্ষের আবেদনের প্রেক্ষিতে মিমাংসার লক্ষে দুইবার বৈঠক ডাকা হলেও ছেলে ও ছেলে পক্ষের কেউ বৈঠকে উপস্থিত না হওয়ায় বিষয়টি নিয়ে কোন সুরাহা হয়নি। এর একপর্যায় যুথী রোববার ভোরে কোন এক সময় বিষ খেয়ে অসুস্থ্য হযে পড়ে। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে এই ঘটনার পর থেকে সঞ্জয় ও তার পরিবারের লোকজন বিষয়টি ধামাচাপা দিতে নানা চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করেন।
এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক অবস্থায় ডাক্তারের রির্পোট অনুযায়ী যুথি বিশ খেয়ে আত্মহত্যা করেছে। ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। মেয়ে পক্ষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। রির্পোট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরকে//
আরও পড়ুন