ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে বজ্রপাতে দু’জন নিহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৭, ৭ জুন ২০২১

পটুয়াখালীর মির্জাগঞ্জ ও সদর উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়নের পশ্চিম তাড়াবুনিয়া গ্রামে আব্দুল জলিল ও সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে মজিদ হাওলাদারের মৃত্যু হয়।

পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে সদর উপজেলায় মরিচবুনিয়া এলাকায় বাড়ি থেকে মাঠে গরু আনতে যায় মজিদ হাওলাদার। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।

এদিকে মির্জাগঞ্জের মজিদবারিয়া এলাকায় দুপুর সাড়ে ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টি নামলে আব্দুল জলিল (৪৫) নামের এই কৃষক বাড়ির পূর্ব পাশে নিজ জমিতে ধানের বীজ তুলছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  নিহত পশ্চিম তাড়াবুনিয়া গ্রামের মৃত সেরজন আলীর ছেলে।

সদর থানার ওসি আকতার মোর্শেদ ও মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহ আলম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি