ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে বজ্রপাতে নিহত ৪ 

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১৪, ৭ জুন ২০২১ | আপডেট: ২০:১৭, ৭ জুন ২০২১

রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চক কাপাশিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্ত খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)। 

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আলেয়া ও মুক্তা মারা যান। 

আহত অবস্থায় উদ্ধার করে করে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান ও পরশ। সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের দাফনের জন্য তাদের পরিবারকে আর্থীক সহযোগিতা দেয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি