ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৭:১৯, ৮ জুন ২০২১ | আপডেট: ০৭:২১, ৮ জুন ২০২১

ঢাকার নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় খালপাড় এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে লুৎফর রহমান (৩৫) ও সঞ্জয় দাস (২১) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফর রহমান উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সঞ্জয় দাস একই ইউনিয়নের দিঘিরপাড় খালপাড় গ্রামের রঞ্জিত দাসের ছেলে। তারা ঠিকাদার জমসের আলীর কাজ করতেন বলে জানা গেছে।

নিহত সঞ্জয় দাসের চাচাত ভাই প্রিতম দাস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে দিঘিরপাড় খালপাড় গ্রামের সুমন মিয়ার বাড়িতে নির্মানাধীন সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে লুৎফর রহমান ও সঞ্জয় দাসকে পাঠান ঠিকাদার জমসের আলী। দুপুরের দিকে তাদের মুঠোফোন বন্ধপান ঠিকাদার। তাদের খোঁজ নিতে প্রিতম দাসকে পাঠানো হয়। প্রিতম সেফটি ট্যাংকের ভিতরে তাদের পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। 

পরে দুই পরিবারের স্বজনরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে লাশ থানায় নিয়ে যায় নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি