ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ট্রেনে কাটা পড়ে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৩, ৮ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মোঃ শাহীন উদ্দিন(৫৫) নামে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার পৌর শহরের শিমরাইল কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহীন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিতরণ বিভাগে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে পৌর এলাকার বণিক পাড়ার বাসিন্দা। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয় স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সালাউদ্দিন খান জানান, শিমরাইল কান্দি এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি