ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় প্রধান শিক্ষিকার মৃত্যু
প্রকাশিত : ১৪:২২, ৮ জুন ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলিনা আক্তার (৫০) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
সেলিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার পৌর এলাকার তারাপুর গ্রামের ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিক্ষিকার বড় ভাই কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া।
তিনি বলেন, ‘সেলিনা ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের ভাইবোনদের মধ্যে সবার ছোট ছিল সেলিনা।
উল্লেখ্য, সেলিনা আক্তারের স্বামী মো. বদিউল আলম সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংকের আখাউড়া শাখার ব্যবস্থাপক।
এএইচ/
আরও পড়ুন