ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ট্রাক্টর উল্টে চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

নাটোরে বালিভর্তি ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। বালি বোঝাই শেষে ট্রাক্টর ঘোরাতে গিয়ে উল্টে যায়, তখন চাপা পড়ে চালক নুর আলম (৪২) মারা যায়।

মঙ্গলবার (৮ জুন) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে এলাকার বালি ব্যবসায়ী আক্কাস আলীর জমানো বালি ট্রাক্টরে বোঝাই করে চালক নুর আলম। বোঝাই শেষে ট্রাক্টর ঘোরাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় চালক নুর আলম নিচে চাপা পড়ে।

পরে স্থানীয়রা ভেকু মেশিন দিয়ে বালি সরিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু সে ঘটনাস্থলেই মারা যায়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি