ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল ছিনতাইয়ের দায়ে ২ যুবক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ৮ জুন ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের দায়ে রাকিব (২২) ও মনির (২৫) নামের দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার (৮ জুন) সকালে দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে আমতলী উপজেলার টেপুরা গ্রাম থেকে রাকিবকে আটক করা হয়। তার দেয়া তথ্যে মনিরকে আটক করা হয়।
 
পুলিশ জানায়, সোমবার রাত এগারোটায় ধানখালীর ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় স্থানীয় মোটরসাইকেল চালক রুমান শিকদার। পথে গতি রোধ করে তাকে হাতুরি পেটা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় রাকিব ও মনির। পরে পুলিশ রুমানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃত দুজনই পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাইয়ের ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি