ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ৮ জুন ২০২১

মিরসরাইয়ের ওসমানপুরে মুক্তিযোদ্ধা শাহজাহান হত্যা মামলার ১ ও ২নং আসামী শাহাদাত হোসেন রনি (২২) ও রাজা মিয়াকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দু’জন সম্পর্কে বাবা-ছেলে। এ নিয়ে উক্ত মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলো। 

মঙ্গলবার (৮ জুন) গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে নোয়াখালীর চর জব্বার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ মে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন শাহজাহান। পরে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২৯ মে বিকেলে নিহতের মেয়ে রিনা আক্তার বাদি হয়ে শাহাদাত হোসেন রনিকে প্রধান আসামী করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ মামলার ৭ ও ৮নং আসামী সানাউল্লাহ পলাশ ও নুরুল হুদা দুলালকে আগেই আটক করে পুলিশ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন জানান, ওসমানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২নং আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সোমবার সন্ধ্যায় নোয়াখালীর চর জব্বার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এ নিয়ে উক্ত মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলো, বাকিদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি