ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ৮ জুন ২০২১ | আপডেট: ১৬:১০, ৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ী জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব দেবনাথ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিপ্লব বিনোদপুর গ্রামের দুলাল চন্দ্র দেবনাথের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা পুলিশের সদস্যরা জানান, মঙ্গলবার (৮ জুন) ফরিদপুর-ভাঙ্গার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস। দুপুর ১টার দিকে ট্রেনটি রাজবাড়ী রেলষ্টেশন পার হয়ে জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় পৌঁছলে বিপ্লব দেবনাথ কাটা পরে এবং ঘটনাস্থলেই সে মারা হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আসাদ জানান, সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি