ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

গাজীপুরে নিটিং কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ৯ জুন ২০২১

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মধ্যরাতে জার্সি নিটিং নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৮ জুন) মধ্যরাতে কোনাবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ জানান, গেল মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় জার্সি নিটিং নামের ওই কারখানায় টিনের শেড থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খুব দ্রুত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

আগুনে শেডের মালামাল ও মেশিনপত্র আগুনে পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি