ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ২ কেজি গাঁজা ও ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ৯ জুন ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর পূর্বপাড়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা ও নগদ ৫ লাখ টাকাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। এ ঘটনায় বুধবার (৯ জুন) সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, ওই গ্রামের আরজু শেখের স্ত্রী পলি আক্তার ভাবনা (২৩) ও পাশ্ববর্তী ইন্দ্রনারায়ণপুরের কামালদিয়া গ্রামের মৃত রহমত প্রামাণিকের ছেলে সাগর প্রামাণিক (৩০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংসাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় পলি আক্তার ভাবনার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় পলি আক্তারের বসত ঘর থেকে বিক্রির করার জন্য ছোট ছোট প্যাকেটে রাখা ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫ লাখ ১০ হাজার ২শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়।

একই সাথে পলি আক্তার ভাবনা ও সেখানে অবস্থান করা সাগর প্রামাণিককে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, মাদক উদ্ধারে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি