ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সুবর্ণচরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ১০ জুন ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় নিহত যুবক কামাল উদ্দিনের মোটরসাইকেলটিকেও ভাঙচুর করে তারা।

বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের একটি দোকানে চা খাওয়া অবস্থায় ওই এলাকার সন্ত্রাসী মাইন উদ্দিন, রফিক, ইসমাইল, আহসান উল্লাহর নেতৃত্বে প্রবাসী কামাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময়ে প্রবাসীর মাথায় উপর্যুপরি রামদা দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। হামলাকারীরা কামালের একটি পাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে কামালের আত্মীয় স্বজন ও এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী কামালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল জানান, এ ঘটনায় পুলিশ এনায়েত নামে একজনকে আটক করেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি