বাঘের থাবায় লোকালয়ে হরিণ
প্রকাশিত : ১৪:৪৮, ১০ জুন ২০২১
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে জীবন বাঁচাতে লোকালয়ে এসেছে একটি মায়াবী হরিণ। পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা হরিণটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ওই হরিণটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।
তিনি বলেন, সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণটিকে অনেকটাই খারাপ অবস্থায় পেয়েছি এবং দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করেছি। হরিণটির দেহে বিভিন্ন স্থানে ক্ষতের দাগ দেখতে পাওয়া যায় বলেও জানান তিনি।
ডাক্তারি চিকিৎসা দেওয়ার পর হরিণটিকে স্বাভাবিক অবস্থার মতোই দেখা দিয়েছে। এজন্য হরিণটিকে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান এসও ওবায়দুর রহমান।
এএইচ/
আরও পড়ুন