ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করবে শাবি

শাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ১০ জুন ২০২১

ভূমিকম্পে সিলেট নগরীর যে সকল ভবন ঝুঁকিপূর্ণ তা অনুসন্ধান করে খুঁজে বের করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিজ্ঞ শিক্ষকরা।

এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খুঁজে বের করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ঝুঁকিপূর্ণ সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)কে পরামর্শ দিবে শাবিপ্রবি।

বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সাথে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সিসিকের সাথে পরামর্শ ও সমঝোতা করা হবে। এ নিয়ে আগামী সপ্তাহে সিসিকের সাথে একটি এমওআই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি