ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক আর নেই

নওগাঁ প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৯:১৮, ১১ জুন ২০২১

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক (৭৪) বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না আলিাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা নিজ গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইমরুল কায়েশ বাদল, সাবেক চেয়ারম্যান এটিএম বদিউল আলম, থানার উপপরিদর্শক মো.মামুন, সাবেক কমান্ডার ফরমুদ হোসেন, আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা খাজামুদ্দিন, ইয়াকুব আলী, আবু দাইয়ানসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহণ করেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি