ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাণীশংকৈলে শ্বশুরবাড়িতে নববিবাহিত জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ২১:২৬, ১১ জুন ২০২১ | আপডেট: ২১:৩২, ১১ জুন ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুমোরগঞ্জ গ্রামে শ্বশুরবাড়িতে আসা নববিবাহিত জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে শ্বশুর জহিরুল ইসলামের বাড়ির অদূরে পুকুর পাড়ে একটি ছোট আমগাছের ডালে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এরশাদ আলীর(২৭) লাশটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানিয়রা জানান, মাত্র ১১দিন আগে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এরশাদ আলীর সঙ্গে কুমোরগঞ্জ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জুঁই আকতারের বিয়ে হয়। এরশাদ রাজমিস্ত্রির কাজ করতো এবং জুঁই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।

এরশাদ বৃহস্পতিবার বিকেলে স্ত্রী জুঁইকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়ার পর স্বামী-স্ত্রী একটি ঘরে ঘুমিয়ে পড়ে।

গভীর রাতে স্ত্রী জুই শরীরে জ্বর  নিয়ে বমি করতে বারান্দায় বের হয়। এসময় এরশাদ প্রাকৃতিক ডাকে টয়লেটে যায়। কিন্ত দীর্ঘ সময়েও সে টয়লেট থেকে ফিরে না এলে শ্বশুর, শাশুড়িসহ পরিবারের লোকজন এরশাদকে চারদিকে খুঁজতে বের হয়। শেষ রাতের দিকে তারা বাড়ির অদূরে পুকুর পাড়ের একটি আমগাছের ডালে এরশাদকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এরশাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মৃত এরশাদের খালাত ভাই শাহাদত আলি এ মৃত্যুকে রহস্যজনক বলে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এ ব্যাপারে থানার ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে রিপোর্ট অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি