ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ৫ কোটি টাকা দিল মোংলা বন্দর কর্তৃপক্ষ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৮, ১১ জুন ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর করোনা তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান প্রদান করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রাধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে পাঁচ কোটি টাকার এই চেক তুলে দেন।

এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। বন্দর কর্তৃপক্ষ সুত্র এ তথ্য জানায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একসঙ্গে ঘর পেয়েছে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন মানুষ। এছাড়া চলমান করোনা সংকটে আর্থিক সহায়তা দিয়ে কয়েক লক্ষ মানুষের পাশেও ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে মোংলা বন্দর কর্তৃপক্ষ " হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স এবং করোনা সহয়তা তহবিলে পাঁচ কোটি টাকার চেক প্রদান করে বলেও জানান বন্দর চেয়ারম্যান।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি