ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনার্মোন্ট ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি  

প্রকাশিত : ০০:০০, ১২ জুন ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে খেলার সমাপনী দিনে এ টুনার্মেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো:জাকির হোসেন। 

  এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পৌর মেয়র কাজিউল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাড: আহসান হাবীব নীলু প্রমুখ। 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুনার্মেন্টে জেলার ৯ উপজেলাসহ কুড়িগ্রাম পৌরসভার বালক-বালিকার ২০টি দল অংশ গ্রহণ করে। 

সমাপনী ম্যাচে বালিকার দল ভূরুঙ্গামারী উপজেলা চ্যাম্পিয়ান ও চিলমারী রানার্স আপ এবং ছেলেদের দল ফুলবাড়ী চ্যাম্পিয়ান ও চিলমারী রানার্স আপ হয়।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি