ভাসানচর থেকে পালিয়ে আসা ১২ রোহিঙ্গা আটক
প্রকাশিত : ০৭:৪০, ১২ জুন ২০২১
নোয়াখালীর ভাসানচরের আশ্রয়ণ থেকে পালিয়ে আসা ৫ শিশু ও ৪ মহিলাসহ ১২ রোহিঙ্গাকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
শুক্রবার (১১ জুন) চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণের ঘাট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), ইউছুফ (৩৫), সিদ্দিক (২০), জুবায়েদা (১৬), আবুল হায়েজ (১৩), শহিদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ভাড়া নৌকাযোগে ১২ জন রোহিঙ্গা চরএলাহি দক্ষিণ ঘাটে আসে। দেখতে পেয়ে তাদেরকে স্থানীয় লোকজন আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ভাসানচর থেকে পালিয়ে তারা তাদের পুরাতন ক্যাম্প কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে ভাসানচর ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ/
আরও পড়ুন