গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
প্রকাশিত : ০৯:১৬, ১২ জুন ২০২১ | আপডেট: ১০:৪২, ১২ জুন ২০২১
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় রাতে ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে গেছে গোডাউনের মালামাল। এছাড়া আগুনে গোডাউনের পাশে থাকা ২৫-৩০টি ছোট ছোট বসতঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সোয়া ৩টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় টিন শেডের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা, সদর দপ্তরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে তাদের দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গোডাউনে থাকা ঝুট মালামাল পুড়ে গেছে। এছাড়া পাশে থাকা ২৫-৩০টি ছোট ছোট বসতঘর পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এএইচ/
আরও পড়ুন