ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

মুজিবনগরে কুপিয়ে দু’জনকে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৮, ১২ জুন ২০২১

নিহত সাইদুর রহমান। ছবি: একুশে টেলিভিশন

নিহত সাইদুর রহমান। ছবি: একুশে টেলিভিশন

মেহেরপুরের মুজিবনগরে কুপিয়ে ও পিটিয়ে দু’জনকে হত্যার ঘটনা ঘটেছে। গাঁজা সেবনে বাধা দেওয়ায় একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। আর গাঁজা সেবনকারী গণপিটুনিতে নিহত হয়। দু’জন একই গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, যতারপুর গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক, সবজী ব্যবসায়ী সাইদুর রহমান ও একই গ্রামের মনিরুল ইসলাম মনি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাসেম জানান, মনিরুল ইসলাম মনি একজন মাদক সেবী। সে রাস্তার পাশের গাঁজা সেবন করছিলো। তাকে গাঁজা সেবনে বাধা দেওয়ায় প্রকাশ্যে সাইদুর রহমানকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে সে। এসময় মাদক সেবী মনিরুল ইসলামও গণপিটুণিতে নিহত হয়।

দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি