ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুর ও দেবর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩০, ১৩ জুন ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) রাতে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

গ্রেফতারকৃতরা হলেন- রাকিবুল ইসলাম (২৬) ও মো. মামুন মিয়া (৩২)। তারা সম্পর্কে ওই নারীর দেবর ও ভাসুর।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ওই গৃহবধূ মামলা দায়ের করলে অভিযুক্ত তার দেবর রাকিবুল ইসলাম ও ভাসুর মামুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ রোববার আদালতে পাঠানো হবে। 

মামলার এজহারে বলা হয়েছে, ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সেই সুযোগে তার ভাসুরের লোলুপ দৃষ্টি ছিলো তার ওপর। গত বছরের ২১ জুন ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে ভাসুর মামুন মিয়া। পরে ঘটনাটি পারিবারিকভাবে ধামাচাপা দেয়া হয়।

চলতি বছরের গত ১০ মে রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে তার দেবর রাকিবুল। এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। এরপর ৭ জুন রাতে রাকিবুল আবার তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই নারী তাকে বাধা দেয়ায় রাকিবুল ওই গৃহবধূকে মারধর করে। পরদিন তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান। এরপর শনিবার রাতে তিনি মামলা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি