ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ২৪ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩১, ১৩ জুন ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ২৪ জন নারী-পুরুষ ভারত থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এ নিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে ৮০২ জন দেশে ফিরলেন।

শনিবার (১২ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন।

প্রবেশের পর চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা এবং পর্যায়ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

আগত ২৪ জনের মধ্যে ১৭ জনকে চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে ও ৫ জনকে শহরের ভিআইপি হোটেলে এবং দু’জন ক্যান্সার আক্রান্ত হওয়ায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। সেখানে তাদেরকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৪ জন বাংলাদেশি দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন। এর মধ্যে কেউ করোনা শনাক্ত হননি। এনিয়ে গত ২৬ দিনের মোট ৮০২ জন বাংলাদেশি দেশে প্রবেশ করলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি