ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অমাবশ্যার প্রভাবে আবারও ভাঙ্গছে কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ১৩ জুন ২০২১

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ইয়াসের পর আবার ভাঙ্গনের মুখে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। অমাবশ্যার জোয়ারের ঢেউয়ের আঘাতে ভাঙ্গছে সৈকতের বিভিন্ন এলাকা।

আজ রোববার (১৩ জুন) সকালের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়ে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাগর উত্তাল থাকায় বড় বড় ঢেউয়ের আঘাতে আবারও ভাঙ্গছে সৈকতের বিভিন্ন পয়েন্ট। 

ইয়াসের ক্ষয়ক্ষতির পর চলতি জোয়ারের প্রভাবে লেম্বুর চর, ইকোপার্ক, জিরো পয়েন্টসহ কয়েকটি স্পট ভাঙ্গনের শিকার হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনরোধে মূল সৈকতের দুই পাশে দেড় কিলোমিটার জুড়ে জিও টিউব দিয়ে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি