ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শাশুড়ীকে কুপিয়ে হত্যা, মেয়ের জামাই আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১৩ জুন ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর দুমকিতে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ী মোমেনা বেগম (৫০)কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামাল হোসেন (৩৫)কে আটক করেছে পুলিশ। 

আজ রোববার (১৩ জুন) দুপুরে জামালকে আটক করে পুলিশ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোমেনা মুরাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঞ্চন গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে কাঞ্চন গাজীর মেয়ের সঙ্গে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে থাকত জামাল। গত কয়েকদিন যাবৎ হঠাৎ জামালের মানসিক রোগ দেখা দেয়। গতকাল রাত একটার দিকে সবাই ঘুমিয়ে পড়লে ঘরের মধ্যে পায়চারি শুরু করে জামাল। এ সময় শাশুড়ি মোমেনা বেগম তাকে ঘুমোতে বললে সে হঠাৎ দা দিয়ে এলোপাথারী কোপাতে শুরু করে। 

এতে মোমেনা বেগমের ঘার, পিঠ ও পা মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়।

দুমকী থানার ওসি মেহেদি হাসান বলেন, দুপুরে জামালকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি