ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নাটোর পৌরসভা কার্যালয়ে অনির্দিষ্টকালের লকডাউন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১৩ জুন ২০২১

কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর পৌরসভা কার্যালয় লকডাউন ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে।

রোববার (১৩ জুন) দুপুরে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এই লকডাউনের ঘোষণা দেন।

পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, পৌরসভায় কর্মরত ৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৪ জন পজেটিভ হয়েছেন। আরও অনেকে অসুস্থ থাকায় তাদেরও নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। 

সে কারণে পৌরসভার বিশেষ জরুরি কাজে কিছু শাখায় সীমিতভাবে কাজ চললেও জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানান তিনি।

এদিকে, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। আজ ইউনিটের বর্ধিত শয্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। 

একই সাথে সংসদ সদস্য শিমুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনটি অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য কোভিড-১৯ চিকিৎসা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। পরে তিনি হাসপাতালে আগত চিকিৎসা সেবা গ্রহীতাদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি