ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় চীনা নাগরিকসহ ২৪ জন করোনাক্রান্ত 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৬, ১৩ জুন ২০২১

Ekushey Television Ltd.

মোংলায় এক চায়নিজ নারীর করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। রোববার (১৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করাতে আসলে তার করোনা সনাক্ত হয়। তিনি ইপিজেডের জিনলাইট গার্মেন্টস’র টেকনিশিয়ান। তার নাম জিংয়াও কিন জুয়ান (৩৩)। জিংয়াও কিন জুয়ান ও তার স্বামী ওই একই ফ্যাক্টরীতে চাকরি করেন। 

মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ সিদ্দিক বলেন, করোনা সনাক্ত হওয়া জিনলাইট ফ্যাক্টরীর টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ানকে অবশ্যই কঠোর নজরদারীতে আইসোলেশনে রাখা হবে। তবে এই মুহূর্তে ওই ফ্যাক্টরীটি লকডাউনের কোন প্রয়োজন নেই বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, কারণ বিদেশিরা খুবই সতর্ক তাই যিনি সনাক্ত হয়েছেন তিনি তো আলাদা থাকবেনই এবং অন্য যারা ওখানে আছেন তারাও সতর্কবস্থায়ই থাকবেন।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা: কেএম হুমায়ুন কবির বলেন, সনাক্ত হওয়া ওই নারী টেকনিশিয়ানের সংস্পর্শে বা কাছাকাছি যারা এসেছিলেন তাদেরকে বাছাই করে নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হবে। যদি পরীক্ষায় আক্রান্তের হার বেশি পাওয়া যায় তাহলেই ফ্যাক্টরিটি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। ২৪ জনের মধ্যে ওই চায়নিজ টেকনিশিয়ানও রয়েছেন। রবিবারের সনাক্তের হার ৫৪.৫৪ ভাগ। এর আগে শনিবারের হার ছিল ৫৭ ভাগ।

বাগেরহাটের জেলা প্রশাসক মো: আজিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। চলমান বিধি নিষেধ মেনে চলার পাশাপাশি ইপিজেডের কর্মজীবিদের নদী পারাপার ও অফিসের কাজ কর্ম একাধিক সিফটিংয়ের মাধ্যমে চালানোর জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি