ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে জমি থেকে রাইফেলের ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ১৪ জুন ২০২১

Ekushey Television Ltd.



নাটোরের বালিয়াডাঙ্গা গ্রামের এক কৃষকের জমি থেকে উদ্ধার হয়েছে ৩৭৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি। ফসল আবাদের জন্য জমি প্রস্তত করার সময় মাটির নিচে গুলিসমূহ পায় ওই কৃষক।
 
সোমবার (১৪ জুন) সকালে খবর পেয়ে মাটির নিচে পাওয়া গুলিসমূহ উদ্ধার করে থানায় নিয়ে যায় সদর থানার পুলিশ।

স্থানীয়দের ধারণা, মাটির নিচে পাওয়া গুলিগুলো ৭১-এ মুক্তিযুদ্ধের সময়কার।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানি সেচের জন্য জমির মাটি কাটার সময় গুলিসমূহ পাওয়া যায়। উদ্ধার হওয়া ওইসব গুলি থ্রি নট থ্রি রাইফেলের। বহুদিনের পুরাতন হওয়ায় গুলিগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি