ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১০, ১৪ জুন ২০২১ | আপডেট: ১৭:১৯, ১৪ জুন ২০২১

দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ 'এম ভি ফ্রানবো লোহাস'।

সোমবার (১৪ জুন) বিকেল ৪টায় সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে এই সেতুর মালামাল বহনকারী বিদেশি ওই জাহাজটি নোঙ্গর করে। বন্দরের সাত নম্বর জেটিতে নামানো হয় এর মালামাল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল আসে। ২৪ ঘন্টার মধ্যেই মেশিনারি এই পণ্য খালাস করা হবে বলেও জানান তিনি। 

বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'হক এন্ড সন্সে'র খুলনাস্থ ম্যানেজার মো. শওকত আলী বলেন, সোমবার দুপুরে বিদেশি জাহাজে করে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর তিন হাজার ২৮৮ মেট্রিক টন স্টীল পাইপ ও পাইল আসে। এরপরই স্থানীয় শ্রমিকদের দিয়ে সেটি খালাস করা হয়। ধারাবাহিকভাবে ওই রেল সেতুর একই পণ্য এই বন্দর দিয়ে খালাস করা হবে বলেও জানা তিনি। 

উল্লেখ্য, গত ২০২০ সালের নভেম্বরে সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর তিন' শ মিটার উত্তরে এ রেলওয়ে সেতু নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়। চার দশমিক আট মিটার দৈর্ঘ্যের সবচেয়ে দীর্ঘ এই রেলওয়ে সেতুর ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের তত্বাবধানে এই সেতু নির্মিত হচ্ছে বলে জানা গেছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি