ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি. 

প্রকাশিত : ১৭:২২, ১৪ জুন ২০২১

বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১১ টায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রী ও পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, আওয়ামী লীগ নেতা আহাদ উদ্দিন হায়দার, শরীফা খাতুন, আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বককর সিদ্দিক, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ সহস্রাধিক মাস্ক বিতরণ  এবং সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি