ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাফ নদী থেকে আরও ২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ১৪ জুন ২০২১ | আপডেট: ১৮:১৬, ১৪ জুন ২০২১

নাফ নদী

নাফ নদী

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর পাড় থেকে আরও ২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফ নদীর পাড়স্থ এসকে আনোয়ার প্রজেক্টের পাশ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।  এ নিয়ে গত তিনদিনে ৬ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলো।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। এক মধ্যে একজন শিশু, একজন নারী। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ধারণা করা হচ্ছে, মৃতদেহ দুটি রোহিঙ্গার। এর আগেও নাফ নদীর পাড় থেকে নারীসহ ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, রাতের আধারে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় নৌকা ডুবে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি