ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা,পণ্য খালাস স্বাভাবিক 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০০, ১৪ জুন ২০২১

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে সোমবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। লঘুচাপের কারণে দুই তিনদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, দিন ও রাতে হচ্ছে বৃষ্টিপাত। 

সোমবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে মোংলায় কয়েক দফায় বৃষ্টিপাত হয়েছে। মুষলধারার এ বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তবে বৃষ্টিপাতে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ সাময়িক কিছুটা বিঘিœত হলেও পরবর্তীতে তা স্বাভাবিক গতিতেই চলছে বলে জানিয়েছে বন্দরের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। 

তিনি বলেন, এই মূহুর্তে বন্দরে ছয়টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), সার, চাল ও মেশিনারি পণ্য স্বাভাবিক গতিতে খালাস হচ্ছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি