ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আজ থেকে শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৭, ১৫ জুন ২০১৭

ঈদ উপলক্ষে বাস ও ট্রেনের পর আজ থেকে শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি। তবে আগেই টিকেট বিক্রি শেষ হয়ে যাওয়ায় অধিকাংশ কাউন্টারই ছিল বন্ধ। এদিকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের নানা অভিযোগ। টিকেট না পেয়ে অনেকেই ফিরেছেন খালি হাতে। তবে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ তুলনামূলক কম।
সদরঘাটে ৩৫টি লঞ্চ কোম্পানীর কাউন্টার থেকে বৃহষ্পতিবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা। কিন্তু সবগুলো কাউন্টার খোলেনি। কারন আগেই বুকিং হয়ে গেছে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিন।
কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার দেয়া হয় ২৪ জুনের টিকেট। শুক্রবার ২৫ জুনের টিকেট বিক্রির মধ্য দিয়ে শেষ হচ্ছে আগাম টিকেট বিক্রি। তবে বুধবার রাত থেকে লাইনে দাড়িয়েও টিকেট না পাওয়ায় ক্ষোভ ছিল অনেকের মধ্যে।
অন্যদিকে টিকেট পাওয়ায় অনেকের মুখেই ছিল তৃপ্তির হাসি।
রেলস্টেশন পরিদর্শনে গিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ঈদে বাড়ি ফেরত মানুষের নিরাপত্তায় রেলওয়ে পুলিশেকে সবরকম সহায়তা করতে প্রস্তুত র‌্যাব।
অধিকাংশ টিকেট বিক্রি হয়ে যাওয়ায় গাবতলী সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ ছিল তুলনামূলক কম।
বাস টার্মিনালগুলোর নিরাপত্তায় টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে ডিএমপি কমিশনার যান গাবতলি বাস টার্মিনালে। এসময় মালিক-শ্রমিকদের সাথে এক মতবিনিময় করেন তিনি।
যাত্রী নিরাপত্তা ও হয়রানি রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি