ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

চীন থেকে আমদানিকৃত কাঁচামাল ঢুকলো মোংলা ইপিজেডে

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৫, ১৬ জুন ২০২১

চীন থেকে আমদানি করা ৮৬ কন্টেইনার পণ্য কাঁচামাল ঢুকেছে মোংলা ইপিজেডে। এই কাঁচামাল লাগেজ উৎপাদনের জন্য আমদানি করে ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপি। আমদানিকৃত এসব পণ্যে করোনার সংক্রমণ ঝুঁকি নেই বলে জানানো হয়।

আজ বুধবার (১৬ জুন) এই তথ্য জানান মোংলা ইপিজেডের মহা ব্যবস্থাপক মোঃ মাহাবুব আহমেদ সিদ্দিক। তিনি বলেন, ভিআইপির কারখানায় চীন থেকে আমদানি হওয়া কাঁচামালের পণ্যের কোন ঝুঁকি নেই।

আমদানিকৃত এসব পণ্য মোংলা বন্দরের জেটিতে দীর্ঘদিন আটকে ছিল। গত ১০ জুন থেকে ১৬ জুন (বুধবার) সকাল পর্যন্ত এসব পণ্য মোংলা ইপিজেডের ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিআইপিতে ঢুকে।

এদিকে রপ্তানি আদেশ বন্ধ থাকায় মোংলা ইপিজেড থেকে রপ্তানিকারক পণ্য যাচ্ছে না ভারতে। ইপিজেডের ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপি কারখানার পণ্য রপ্তানির অপেক্ষায় বেনাপোল বর্ডারে আটকে আছে। এ তথ্য নিশ্চিত করেন ভিআইপির মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান।

তিনি জানান, রপ্তানিযোগ্য পণ্য বেনাপোল বর্ডারে আটকে আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতে ঢুকবে।

এদিকে গত রোববার (১৩ জুন) করোনায় আক্রান্ত জিনলাইট কারখানার চীনা টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ান অনকটাই সুস্থ আছেন বলেও জানান ইপিজেডের জি এম মাহবুব আহমেদ সিদ্দিক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি