ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১০, ১৭ জুন ২০২১ | আপডেট: ১২:১১, ১৭ জুন ২০২১

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রেনেজ কাজে ধীরগতি এবং রাস্তার অনেক স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে।

গত কয়েকদিন ধরে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এক ঘন্টার রাস্তা অতিক্রম করতে কখনও কখনও সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা।

বিআরটিএ’র প্রকল্পের কাজে ধীরগতি ও মহাসড়কের ড্রেনেজের কাজ চলমান থাকায় সামান্য বৃষ্টি হলেই এই মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে।

ভোগড়া বাইপাস, বাসন, বড়বাড়ি, কলেজ গেইট, চেরাগ আলী এলাকায় মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। ফলে ধীরগতিতে চলতে হচ্ছে সবধরনের যানবাহনকে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আর এই কারণে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি