ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কলারোয়া সীমান্তে নারী-পুরুষসহ আটক ৭

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭, ১৮ জুন ২০২১

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় তারা আটক হয়। এ ঘটনায় কলারোয়া থানায় পৃথকভাবে ৪টি মামলা হয়েছে।

আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের আব্দুল গফুরের মেয়ে হালিমা খাতুন (২৬), ইয়াছিন আলীর স্ত্রী নাছিমা খাতুন (২৪), বামনখালীর রকিবুল গাজীর স্ত্রী লতা বিবি (৩৫), নড়াইল কালিয়ার পেড়লী এলাকার মিলন শেখের ছেলে মাহবুব শেখ (২৫), কালিয়ার জামরিলডাঙ্গা এলাকার মৃত চান খাঁর মেয়ে কুরছিনা খাতুন (৩২), যশোরের চাচড়া-রাজবাড়ী এলাকার মৃত আনোয়ার শেখের মেয়ে মরিয়ম (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মনিরুজ্জামান (২৮)। 

এদের বিরুদ্ধে কলারোয়া থানায় পৃথকভাবে ৪টি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা কলারোয়া সীমান্তের ৪টি স্থান থেকে পৃথকভাবে আটক হয়। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, সীমান্তে আটক নারী ও পুরুষকে গত ৭ দিন কলারোয়ার সোনাবাড়ীয়া স্কুলে কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করে বিজিবির সদস্যরা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি