ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৫০ গৃহ ও ভূমিহীন পরিবার

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ১৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের মতো মোংলায়ও ঘর পাচ্ছেন ৫০ ভূমি ও গৃহহীন পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘর হস্তান্তর কার্যক্রম উদ্ধোধন করবেন। 

শুক্রবার (১৮ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের এ তথ্য দেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান ও স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও কমলেশ মজুমদার এসময় বলেন, প্রকৃত ভূমি ও গৃহহীনদের যাচাই করে ৫০ জন পরিবারের তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। উপজেলার কামারডাঙ্গা মৌজায় এই ঘরগুলো হস্তান্তর করা হবে। 

এইসব ঘরের জমিতে বজ্রপাত প্রতিরোধ ও ভূমিক্ষয় রক্ষায় দেড় হাজার তালগাছ রোপন করা হবে বলেও জানান ইউএনও।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি