ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা সন্দ্বীপে আটক
প্রকাশিত : ১৮:২৩, ১৮ জুন ২০২১
সন্দ্বীপে আটক ৯ রোহিঙ্গা
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পশ্চিম মুছাপুর সুইস গেইট থেকে ৯ জন রোহিঙ্গা আটক করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় লোকজন রোহিঙ্গাদের আটক করে সন্দ্বীপ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রোহিঙ্গাদের থানায় নিয়ে যায়।
আটক ৯ রোহিঙ্গাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন মহিলা, ৩ জন শিশু রয়েছে। এ নিয়ে পঞ্চম ধাপে মোট ৩৯ জন রোহিঙ্গা সন্দ্বীপের স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে
সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান জানান, খবর পেয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা আটক করি থানায় নিয়ে আসি। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
কেআই//
আরও পড়ুন