ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৮, ১৮ জুন ২০২১

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের দক্ষিণ ভবানিপুর এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, ওলিয়ার রহমান ও ফাতেমা রহমান। তারা একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওলিউর রহমান সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়েন। পরিবারের অপর সদস্যরা বিষয়টি দেখে মেইন সুইচ অফ করে দেয়। পরে তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি