ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ৩৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৯, ১৯ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে ৬৫ বছরে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। 

শুক্রবার (১৮ জুন) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম। 

আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। 

ওসি শাহজালাল আলম জানান, নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। তার পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি