ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ধামইরহাটে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০১, ১৯ জুন ২০২১

নওগাঁর ধামইরহাটে সাড়ে তিন কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিঞ্চুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের বাখরপাড়া গ্রামের কৃষক আজিজার রহমানের ক্ষেতে রাখা মাটির স্তুপ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। 

বিষ্ণু মূর্তিটি প্রাচীন প্রত্বতাত্বিক নিদর্শণ, এটি সংশ্লিষ্ট প্রত্নতাত্বিক অধিদপ্তরে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি দল বাখরপাড়া (হটাৎপাড়া) গ্রামে অভিযান চালিয়ে কৃষক আজিজার রহমানের কৃষি জমিতে রাখা মাটির স্তুপ থেকে কষ্টিপাথরের একটি বিঞ্চু মূর্তিটি উদ্ধার করা হয়। যার ওজন পাঁচ কেজি চারশ চল্লিশ গ্রাম,উচ্চতা চৌদ্দ দশমিক তিন ইঞ্চি এবং প্রস্ত দশ ইঞ্চি। 

মূর্তিটির বাজার মূল্য প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাত'শ বছরের পুরাতন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি প্রাচীন প্রত্বতাত্বিক নিদর্শন, এটি সংশ্লিষ্ট প্রত্নতাত্বিক অধিদপ্তরে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি