ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত, মা আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ২০ জুন ২০২১ | আপডেট: ১৪:৪১, ২০ জুন ২০২১

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত সামসুন্নাহার

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত সামসুন্নাহার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন নিহত হয়েছেন। উক্ত ঘটনায় বাবা গোলাম মাওলা (৩৬) ও ছেলে ইমামুল হক জুবায়ের (১১) ঘটনাস্থলে মারা যান। এ সময় জুবায়েরের মা মোসাম্মত সামসুন্নাহারও গুরুতর আহত হন।

রোববার (২০ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত সামসুন্নাহরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জুবায়ের ঘরে থাকা আলমারিতে স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়। এ সময় বাবা গোলাম মাওলা তাকে উদ্ধার করতে এসে নিজেও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে দু’জনই মারা যান। এসময় গোলাম মাওলার স্ত্রী সামসুন্নাহার স্বামী ও সন্তানকে উদ্ধার করতে গেলে তিনি নিজেও বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর ভুইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি