ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ২০ জুন ২০২১

নোয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আজ ৮৩৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি প্রদান করা হয়।

রোববার (২০ জুন) সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপকারভোগী পরিবারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা প্রসাশক খোরশেদ আলম, পুলিশ সুপার আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলুর রহমান সহ অনান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

নোয়াখালীতে ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষ্যে দুই পর্যায়ে মোট ১২ হাজার ৮৬টি একক গৃহ বরাদ্দ করা হয়। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে আজ ৮৩৫টি ঘর উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি