ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে শিশু নিহত, আহত ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ২০ জুন ২০২১

নওগাঁর আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজন আহত হয়। আহতদের মধ্যে সাকিবুল হাসান নিহাল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাঁচুপুর গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলার পাচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে প্রতিবেশী এদ্রিস আলীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী জুলেখা বেওয়া (৫৫), তার ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম (৭০) ও তার নাতি ফিরোজ আলীর ছেলে সাকিবুল হাসান নিহালের উপর পুরাতন মাটির দেয়াল ভেঙ্গে পড়ে। 

এসময় দেয়াল চাপায় তিনজনেই গুরুতর আহত হয়। গ্রামের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিহাল মারা যায়। এদিকে আহত জুলেখা বেওয়ার অবস্থা অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি দেখা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি