পলাশ উপজেলার ইউপি নির্বাচন কাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
প্রকাশিত : ১৮:০১, ২০ জুন ২০২১
আগামীকাল সোমবার প্রথম ধাপে (২১ জুন) নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে রবিবার বিকেলে পলাশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে।
দুটি ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবাইদা খাতুন জানান, আগামীকাল সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুুতি নিয়েছে কমিশন। ইতিমধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃংঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
পলাশ উপজেলার ডাঙ্গা এবং গজারিয়া ইউনিয়ন পরিষদের ২৬টি ভোট কেন্দ্রের ১৬১টি কক্ষে ভোট প্রয়োগ করবেন ৫৪ হাজার ৯৫৩ জন ভোটার। চেয়ারম্যান পদে ডাঙ্গা ইউনিয়নে ৩জন এবং গজারিয়ায় ৪ জনসহ দুই ইউনিয়নে ১০০জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
৬ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেরে নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলাবাহীনি এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
আরকে//
আরও পড়ুন