ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্ত দিয়ে প্রবেশের সময় জীবননগরে শিশুসহ আটক ৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৯, ২১ জুন ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এক শিশুসহ আটজনকে আটক করেছে বিজিবি। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। 

রোববার (২০ জুন) রাত সাড়ে ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
 
আটককৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটা থানার নারায়ণপুর গ্রামের লিয়াকত খানের ছেলে আজিজুর খান (১৯), হাতিরাবাদ গ্রামের ইছাহক আলী শেখের ছেলে সলেমান শেখ (৩১), ফুলবাড়ি গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে গাউস শেখ (৩৫), তার স্ত্রী মোসাম্মাদ সাবিনা (৩০) ও ছেলে সাব্বির হোসেন শেখ (৮), নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর গ্রামের মিকাইল শিকদারের ছেলে শাহীন শেখ (১৯), হাড়িভাঙ্গা গ্রামের তারা মিয়ার ছেলে মো. মুন্না (২২) এবং রাজবাড়ী জেলার কালুখালী থানার হরিণবাড়িয়া গ্রামের শহীদ শেখের মেয়ে অজিফা খাতুন (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকালে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গা জেলার বিওপির সদস্যরা জীবননগর সীমান্তের কাছে করিমপুর বাজারে অভিযান চালায়। এসময় ওই আট বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি