ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪১, ২১ জুন ২০২১

মিরসরাই উপজেলার ইকোনমিক জোন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২০ জুন) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাবেদ হোসেন (৩০) ও নাজমুল হোসেন (১২)। অন্যদিকে গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিদারুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করেন। 

নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই শীলব্রত।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি